নিজস্ব প্রতিবেদকঃ২২জুন
করোনার ৩য় ঢেউ কিংবা মহামারি ভাইরাস প্রতিরোধে আরো অধিক প্রস্তুতি স্বরূপ চট্টগ্রামে আবারো লকডাউন দিবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী বৈঠক বসছে করোনাভাইরাস-১৯ নিয়ন্ত্রন ও প্রতিরোধ জেলা কমিটি।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানান যে, দেশব্যাপী আবারো মহামারি ”করোনাভাইরাস” উর্ধ্বমুখি হওয়াতে স্বাস্থ্য বিভাগ থেকে সাম্প্রতিক পরিস্থিতি পর্যাবেক্ষনের পর লকডাউনের মতো সিদ্ধান্ত দেয়ার কথা জানানো হয়। সেই সিদ্ধান্ত আজই দেওয়া হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে আভাস দিয়েছে।
বৈঠকে সভাপতি, জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান সহ সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আর যোগ দিতে পারে সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
তবে কোথায় কোথায় লকডাউন হবে বা কিভাবে লকডাউন কায্যকর করবেন সে বিষয়ে কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, যেহেতু সংক্রমন বেড়েছে সেটি সহনীয় পর্যায়ে আনার জন্য কী কী করনীয় এবং তা সকল মহল কে সমন্বয় করতেই আজকের বৈঠকে জানা যাবে। তবে কি পর্যায়ে লকডাউন হবে বা হবে না তা বিকেলের আগে বলা যাবে না।
এদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গেল কয়েক সপ্তাহে নগরীর পাশাপাশি জেলা ও উপজেলা গুলোতে করোনার সংক্রামক দ্বিগুন বেড়েছে। উপজেলার ফটিকছড়ি,হাটহাজারী, রাঙ্গুনীয়াতে সহ পাশের ইউপি গুলোতে করোনা আক্রান্ত আগের ছেয়ে বেড়ে যাওয়ায় সেখানে হয়তো লকডাউন কিংবা চট্টগ্রাম জেলা ওপার্বত্য জেলার সাথে ৭/৯দিন যান চলাচল অথবা সীমিত পরিসরে লকডাউন দিতে পারে কমিটি।
সূত্রে আরো জানাই,উচ্চ সংক্রামক এলাকা হিসেবে দু’উপজেলায় লকডাউন দেয়া জরুরী বলে ও জানা গেছে।