ডেস্ক নিউজঃ
কর্ণফুলী নদীতে জাহাজের ধাক্কায় নোঙর করা ও.টি এমআইসি হৃদয় -১ নামের একটি জাহাজ ডুবে গেছে।
গতকাল সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্ণফুলী নদীর জুটরেলি ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা সব নাবিককে সরিয়ে নেয়ায় তারা নিরাপদে আছেন।এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে সদর ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তেলবাহী জাহাজটি সেখানে নোঙর করা ছিল।
ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। তাঁরা এখন নিরাপদে আছেন।’
Discussion about this post