ডেস্ক নিউজঃ২২জুন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (নতুন) আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬২ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ২২৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ৩৯৭ জনে।
মঙ্গলবার (২২ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯০ জনের নমুনা পরীক্ষায় ২২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩১ ও উপজেলার ৯৫ জন।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Discussion about this post