বিশেষ খবরঃ২২জুন,চট্টগ্রামে
নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকায় মাটি কাটার স্কেভেটর উল্টে নজরুল ইসলাম (২৫) নামের এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলামের বাড়ি সন্দ্বীপ উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রুত বড়ুয়া বলেন, ‘সকালে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান নজরুল।
সকাল সাড়ে ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে ১৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ১২:২৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ মর্গে ময়না তদন্তের জন্য চমেক মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয় বলে জানান।
Discussion about this post