বিশেষ প্রতিবেদনঃ২২জুন,চট্টগ্রাম
দেশে ছুটি কাটাতে আসা প্রবাসী শ্রমিকদের কোভিড-১৯ টিকার দুই ডোজ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২২ জুন) নগরীর আগ্রাবাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের হাতে স্মারকলিপি দেন প্রবাসীরা।
এ সময় প্রবাসীদের পক্ষে প্রতিনিধি হিসিবে স্মারকলিপি দেন দুবাই প্রবাসী ইয়াসিন চৌধুরী, মো. নেওয়াজ, রেজাউল করিম, মো. রুবেল প্রমুখ।
স্মারকলিপিতে তিনটি দাবি রয়েছে- সুরক্ষা এপ চালু করে প্রবাসীদের নিবন্ধনের আওতায় আনা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে পাসপোর্ট ও বৈধ ভিসার ভিত্তিতে নিবন্ধন এবং জরুরি ভিত্তিতে দুই ডোজ টিকা দেওয়া নিশ্চিত করা।
Discussion about this post