সল্ট গোলায় ক্রসিং’এ’ তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত

স্টাফ রিপোটারঃ২২জুন

চট্টগ্রামের সল্ট গোলায় ক্রসিং’এ’ তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে খবর পাওয়া গেছে।  দীর্ঘ পাঁচ ঘণ্টা পর মঙ্গলবার    সাড়ে ৫টার দিকে রেললাইন মেরামত ও বগির চারটি চাকা ফের লাইনে তোলা হয়েছে।

২২জুন সকাল সাড়ে ৭টার দিকে  বন্দর থানাধীন সল্টগোল রেল ক্রসিং এর  কাছে লাইন পরিবর্তন করার সময় বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে ট্রেনের তেমন কোনো ক্ষতি বা ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। ৫/৬ঘন্টা বন্দর এলাকার জন সাধারণ তীব্র কষ্টে পড়েন।

বিশেষ করে ৩৮নং ওয়ার্ডের বাসিন্দারা এই ঘটনার জন্য গলি থেকে বাইরে আসতে পারেন নি। এলাকাবাসী জানা ই, ঐস্থানে ৫/৭ দিন পর পর এক রেলের দূর্ঘটনা হলেও কতৃপক্ষ কোন জরুরী পদক্ষেপ নিচ্ছেন না। এতে করে বন্দর-ইপিজেড,পতেঙ্গা এলাকায় যানচলাচলে তীব্র সমস্যা হয় বলে বন্দর থানার টিআই(পুলিশ) সংবাদ মাধ্যম কে জানান।

তেলবাহী ট্রেনটি সিজিপিওয়াই থেকে ওয়াগনে তেল ভর্তি করে একটি শিল্প কেন্দ্রের দিকে যাচ্ছি বলে  জানান, এই বিষয়ে রেলের কোন কর্তাব্যক্তি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাইনি, এবং উচ্চ স্বরে বলে রেল মন্ত্রীর সাথে যোগাযোগ করুন। আমরা এই বিষয়ে কোন কথা বলতে চাই না।

সংবাদের ছবি(ফাইল ছবি)