দুই ভুয়া র‌্যাবকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ সদস্যরা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে প্রবাসীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ সদস্যরা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন- নুরুল আলম টিপু (৩১) ও নাজিম উদ্দিন (৩৬)। তারা আনোয়ারা উপজেলারই বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘সম্প্রতি জানতে পারি, র‌্যাব সদস্য পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবি করেছে। আজ ওই প্রবাসীর কাছ থেকে চাঁদার টাকা আনতে গেলে আগে থেকেই অবস্থান নেয়া র‌্যাব সদস্যরা ওই দুজনকে গ্রেফতার করে।’

তিনি জানান, কাতার প্রবাসী ওই ব্যক্তি গত ১ ডিসেম্বর বাংলাদেশে আসেন। এরপর থেকেই অপরিচিত এক মোবাইল নম্বর থেকে ফোন করে তার বিরুদ্ধে র‌্যাবে অভিযোগ আছে বলে জানানো হয়। পরে এসব অভিযোগ থেকে বাঁচাতে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। বুধবার বিকেলে চাতরী চৌমুহনী এলাকায় এসে ৫০ হাজার টাকা নেয়ার কথা ছিলো তাদের। এ সময় তাদের গ্রেফতার।