দক্ষিণ জেলার খবরঃ২৩জুন
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চা বাগান এলাকা থেকে একটি ব্রিক ফিল্ডের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২২জুন(মঙ্গলবার) সকাল ১১টার দিকে চা বাগান এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মোঃ ইউনুছ(৫৬), তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের(শ্রীমাই লালার খীল)গ্রামের মৃত্যু আব্দুস সোবহানের ছেলে।
তিনি স্থানীয় কাসেম ব্রিক ফিল্ডের নৈশপ্রহরী ছিলেন বলে পটিয়া থানার পুলিশ(তদন্ত) জানা্য়। লাশ উদ্ধার পরে ময়না তদন্তেরজন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলে জানা গেছে। তবে এটি হত্যা না আত্ম হত্যা তা এখনো যানা যাই নি।
Discussion about this post