বিশেষ প্রতিবেদনঃ২৩জুন,চট্টগ্রাম
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম’র ছাত্র ও যুবদের সংগঠিত করে খাদ্য পণ্যে নকল ভেজাল, অতি মুনাফা এবং প্রতারনার প্রতিরোধে ক্যাব যুব গ্রুপ গঠনের অংশ হিসাবে ২২ জুন মঙ্গলবার, বিকাল ৪টায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমের বাসভবনে ক্যাব যুব গ্রুপের সমন্বয়ক চৌধুরী জসীমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে “ক্রেতা-ভোক্তা আন্দোলন গড়ে তুলুন” শ্লোগানে সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সুরক্ষায় ছাত্র ও যুবরাই ঠেকাবে খাদ্যে ভেজাল, নকল পণ্য বাজারজাত করা, মানহীন ওষুধ, মাস্ক ও সুরক্ষা সামগ্রী, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গণপরিবহনে দ্বিগুন ভাড়া আদায়ের বিষয়ে কাজ করার অঙ্গীকারে ক্যাব যুব গ্রুপ-চট্টগ্রাম’র সৃষ্টি।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মাঈনুল কামাল, মো. ওমর ফারুক সনেট, মো. নাহিদ রাজিব, এডভোকেট গৌতম নাগ, মো. নাজিম দেওয়ান, মো. আফজাল হোসেন, মো. মুন্না খান, সমর দাশ, মো. ইয়াসিন টিপু, মো. মানিক রাজ, মো. আবরার শাহরিয়ার কামাল, ফরহাদ আহমেদ মিথুন, আব্দুল্লাহ আলভি, জয় দত্ত, বিপ্লব শর্মা রনি, তাপস মুন্না প্রমুখ।
পরে ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মাঈনুল কামালকে আহবায়ক করে ক্যাব যুব গ্রুপ ১৭নং ওয়ার্ড শাখার একটি আহবায়ক কমিটি প্রস্তাব করা হয়।
সভায় বিভিন্ন বক্তারা বলেন করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তরুন সমাজ শিক্ষা বিমুখ হয়ে মোবাইলে বিভিন্ন গেমে আসক্ত হয়ে আছে। কিন্তু করোনার মধ্যেও খাদ্যে ভেজাল, মানহীন পণ্য বাজারজাত করা, নিম্নমানের ও মানহীন ওষুধ, মাস্ক ও সুরক্ষা সামগ্রী, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গণপরিবহনে দ্বিগুন ভাড়া আদায়ের মতো ভোক্তা অধিকার লংগনের ঘটনা থেমে নাই।
করোনায় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার দাবিতে ক্যাবকে গত বছর লকডাউনে মানব বন্ধন পর্যন্ত করতে বাধ্য হয়েছিলো। প্রতিদিন শত শত মানুষের জীবন করোনায় কেড়ে নিলেও মানুষের বিবেক এসমস্ত অপকর্ম করতে বাধা দিচ্ছে না। তাই মুক্তিযুদ্ধে যেভাবে তরুন সমাজ ঝাপিয়ে পড়েছিলো, সেরকম সমাজকে শুদ্ধ করতে এ সমস্ত সামাজিক অপরাধ দূরীকরণে তরুন সমাজকে অগ্রণী ভূমিকা নিতে প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ডে ক্যাব যুব গ্রুপের কমিটি গঠন করে যুব সমাজকে সমাজ ও জাতি গঠনে এগিয়ে আসার আহবান জানানো হয়।
উল্লেখ্য “ক্যাব যুব গ্রুপ” এর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ছাত্র ও যুবদের সংগঠিত করে নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপণ্যে উর্ধ্বগতি রোধ ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। পাড়া–মহল্লা, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাব যুব গ্রুপের কমিটি গঠনের প্রতি অনুরোধ জানান।
তথ্য: ক্যাব,চট্টগ্রাম: খবর তৈরী হোসেন বাবলা২৩/০৬/২১ইং