প্রেস বিজ্ঞপ্তীঃ২৩জুন
কেন্দ্র ও মহানগর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন কল্পে ইপিজেড থানা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ২৩জুন বুধবার সকালে ৩৯নং ওয়ার্ড বন্দরটিলায় ওয়ার্ড আঃলীগি ভারপ্রাপ্ত সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা আঃলীগের আহবায়ক হাজি হারুণ উর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আবু তাহের,৩৯নং ওয়ার্ড আঃ লীগের ভারপ্রাপ্ত সাঃসম্পাদক মোঃআকবর হোসেন কবি, সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম , মোঃসেলিম আফজাল, আঃলীগ নেতা মোঃ ইলিয়াছ , মোঃ হারুন অর রশিদ, ফরিদ উদ্দিন বাবর, লোকমান হাকিম, এম.এ রউফ, মোঃ আলমগীর, মোঃ আজম ।
যুবলীগের সাঃসম্পাদক মোঃ সেলিম রেজা, মোঃ জামাল উদ্দিন,স্বেচ্ছাসবক লীগের হাজী মোঃ ফরিদুল আলম,বঙ্গবন্ধু স্মৃতির মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা এম.এ হাসান,আজাদ হোসেন রাসেল, ছাত্রলীগের জাহিদ হোসেন খোকন, জোবায়ের খলির দীপু , শ্রমিক লীগের মোঃ জাহিদ হোসেন, মহিলা আঃলীগের শারমিন ফারুখ সুলতানা ,নাছিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন ।এছাড়া ৭২তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপনে থানা ,ওয়ার্ড, ইউনিট ও উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী-প্রাচীনতম সংগঠনের বিশাল অর্জন কে জনগণের সামনে আরো ভালো ভাবে উপস্থাপন করে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে আগামী প্রজন্মদের সাংগঠনিক নিয়মে ঐক্যবদ্ধ করার দৃঢ় আহবাণ জানিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হারুণ রশিদ আরো বলেন, বঙ্গ কণ্যার হাত কে সব দিকে শক্তিশালী করে আওয়ামী লীগ কে আজীবন সু-সংগঠিত রাখতে অনুরোধ জানান।
Discussion about this post