পটিয়া প্রতিনিধিঃ২৩জুন
চট্টগ্রামের পটিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৩ জুন) ভোর ৬টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি (ঢাকা মেট্রো-ড-১১-৮৭৬৭)মিনি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইউনুছ (২৯),আব্দুল আলীম প্রকাশ আমিন (২৮),কবির আহমদ (৪৬),আবদুল জলিল (৫০),সাব্বির আহম্মদ( ৬৪)ও হাসান আহমদ (৫৫)
এ বিষয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার এস.আই হিরু বিকাশ দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল।