দেশে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ গেছে ৮৫ জনের এবং নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জনের দেহে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৮৭ জনের।
২৩ জুন, বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
১১ জেলায় ৭৮ জনের মৃত্যু:
পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার। শহর কী গ্রাম, সব যায়গায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি নিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। অনেকে আবার মৌসুমি জ্বর বলে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন কিংবা সামাজিকতার ভয়ে চেপে যাচ্ছেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।
রাজশাহী: রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্তদের সাথে বাড়ছে উপসর্গ নিয়ে রোগীর ভিড়। অবস্থা বেশি খারাপ হওয়ার পরই ছুটছেন হাসপাতালে। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুরতালিকা। ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ২, নওগাঁর ২ ও ঝিনাইদহের একজন। নতুন ৬০ জন রোগীর মধ্যে ৪১ জনই গ্রামের। শনাক্ত হার ৩৩.০৪ শতাংশ।
যশোর: সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের অবস্থা বেগতিক। জেলার হাসপাতালগুলোতে একদিনে ৯ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত ১২১ জন।
ঝিনাইদহ: হঠাৎ করেই মৃত্যুর মিছিল বেড়ে গেছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ।
সাতক্ষীরা: সাতক্ষীরায় থামছে না মৃত্যু ও সংক্রমণের হার। ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা: ভয়াবহ পরিস্থিতি চুয়াডাঙ্গায়। একদিনে সর্বোচ্চ শনাক্তের হার ৯৩ শতাংশ। ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫ জন।
কুষ্টিয়া: কয়েকদিনে পরিস্থিতি খারাপের দিকে কুষ্টিয়াতেও। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। ৩৫৪ নমুনায় শনাক্ত ১২২ জন। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালে।
বাগেরহাট: সীমান্তবর্তী বাগেরহাটে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত বেড়েছে ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন।বগুড়া: উত্তরাঞ্চলের বগুড়াতেও গত কয়েকদিনে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
Discussion about this post