বিনোদন ডেস্কঃ২৪জুন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। ‘ঈশা খাঁ’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করবেন ডায়েল রহমান। অপু অভিনয় করবেন সোনামণি চরিত্রে।
অপু বিশ্বাস বলেন, ‘নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। অনেক ভালো লাগছে।’
জানা যায়, ‘ঈশা খাঁ সিনেমায় অপুর নায়ক ডিএ তায়েব। মূলত, সিনেমার নাম চরিত্র ‘ঈশা খাঁ’র ভূমিকায় দেখা যাবে ডিএ তায়েবকে।
এদিকে গত মাসে ‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামে একটি সিনেমার শুটে অংশ নিয়েছিলেন অপু। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। বর্তমানে অপু ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শেষ লটের শুটিং শেষ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও গানের শুট হবে। সিনেমার গল্পে দেখা যাবে, ঈশা খাঁ সোনামণিকে ভালোবাসতেন। প্রেমিকাকে সোনারগাঁও নগর উপহার দিয়েছিলেন তিনি। এই গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা।
Discussion about this post