একটাকার আহার-এক টাকার ফল: আনন্দে ফুটবে হাসি

 ক্যাপশন নিউজঃ২৪জুন(বাবলা)

 শাড়ির আঁচলে আম আর হাতে আনারস। লাঠিতে ভর করে টুক টুক করে ঘরে ফিরছেন দাদী। যেন বিজয়ী এক নারীর যাত্রা। হ্যা, বিজয় সম্মানের।

বিজয় মর্যাদার। খাবারের বিনিময়ে মান নয়। সম্মান নিশ্চিত করতে এই এক টাকায় ফলের বাজার। পছন্দের আম আনারস কিনছেন মাত্র এক টাকার বিনিময়ে।

 প্রিয় ফলে আহার হবে দরিদ্র মানুষের ঘরে ঘরে। খুশিতে ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন, এটাই আমাদের কামনা।