পটিয়ায় প্রতিটি ওয়ার্ডে ১০টি স্বাস্থ্য সম্মত ও ঢাকনা যুক্ত ডাস্টবিন বিতরণ

পটিয়া থেকে ফিরে হোসেন বাবলাঃ২৫জুন

পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেছেন ক্লীন সিটি, গ্রীন সিটি গড়ার লক্ষ্যে পটিয়া পৌরসভাকে মাস্টার প্ল্যানের আওতায় এনে পরিকল্পিত নগরী গড়ার উদ্যোগ নেয়া হয়েছে।তিনি সম্প্রতি পটিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১০টি করে স্বাস্থ্য সম্মত ও ঢাকনা যুক্ত ডাস্টবিন বিতরণ করেন।

ওয়ার্ড কাউন্সিলরদের নিকট এসব ডাস্টবিন হস্তান্তর কালে মেয়র বাবুল বলেন, আমার হারানো বা পাওয়ার কিছুই নাই। জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে মেয়র করেছে তাদের নগরীর সেবা করার জন্য। আজীবন আমি পটিয়া পৌরবাসীর সেবক হিসেবেই থাকতে চাই।আমার রাজনীতি শুরু হয়েছিল মানুষের সেবা দিয়ে শেষও করতে চাই মানুষের সেবা করে। জাতির জনক বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন মানুষের সেবাই হলো রাজনীতি।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের পাশাপাশি নগরীর সৌন্দর্য বর্ধনেও ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। পটিয়াকে সত্যিকারের গ্রীন ও ক্লিন সিটিতে পরিণত করা হবে। ইতমধ্যে আভ্যন্তরীন সড়কের সৌন্দর্য বর্ধন, সবুজায়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ড্রেনেজ সিস্টেম উন্নতকরণ, সড়ক বাতি স্থাপন, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন কাজ চলছে।

শহীদ ছবুর রোড, আদালত রোড, স্টেশন রোড দখলমুক্ত করার কিছুদিন পরেই আবার বেদখল হয়ে যায়। এ বিষয়টি মাথায় রেখে ক্লিন এবং গ্রীন সিটি গড়তে হকারদের নির্দিষ্ট স্থানে বসার পরিকল্পনা নেয়া হচ্ছে । আমি পটিয়া পৌরসভার সৌন্দর্য’ ও যানজট নিরসনের জন্য পৌরবাসীকে সাথে নিয়ে ছবুর রোড, স্টেশন রোডকে যানজট মুক্ত করেছি। ফুটপাতে কেউ যাতে মালামাল রেখে পথচারিদের চলাচলে বিঘ্ন সৃস্টি না করে সেদিকে তীক্ষ্ম নজর রাখা হচ্ছে।

পটিয়া পৌরসভাকে স্মার্ট ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করার কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।১৯৯০ সালে পটিয়া পৌরসভা গঠিত হলেও এখনও কোন মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি।এ লক্ষে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। মেয়র বলেন, পটিয়া পৌরসভাকে স্মার্ট সিটি, ক্লিন ও গ্রীন সিটিতে পরিণত করার অঙ্গীকার থেকে কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

পৌরসভার অর্থায়নে নগরীতে সুয়ারেজ মাষ্টার প্ল্যান, ড্রেনেজ ও উন্নয়ন সংক্রান্ত মাষ্টার প্ল্যান প্রণীত হচ্ছে। আশা করা যাচ্ছে পরিকল্পিতভাবে উন্নত নগরীতে পরিণত হবে এবং নাগরিক প্রত্যাশা শতভাগ পুরণ হবে। পৌর মেয়র বলেন, পৌরসভার সিনিয়র নাগরিক, কাউন্সিলরদের মতামত ও প্রকৌশলীদের পরিকল্পনা দু’টিকে সমন্বয় করে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা সবাই আইন ও বিধি বিধানের অধীন। আইন মেনে বিধি বিধান অনুসরণ করে নাগরিক প্রত্যাশা শতভাগ বাস্তবায়ন করা হবে।

তিনি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য মাষ্টার প্ল্যান বিষয়ে মত বিনিময় এবং পরামর্শকরণের নিমিত্তে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনের একটি রূপরেখাও তুলে ধরেন।

নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়ে মেয়র আইয়ুব বাবুল বলেন, নগরী নগরবাসীর। আপনার বাড়িঘর যেমন আপনি পরিস্কার রাখেন তেমন আশ-পাশের রাস্তাঘাট,নালা-নর্দমা পরিস্কার রাখাও আপনার দায়িত্ব।

তিনি বলেন, সন্ধ্যার পর রাস্তার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলুন, পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা সকালের আগেই সেই বর্জ্য সরিয়ে নেবে। সারা দিন নগর থাকবে ঝকঝকে, তকতকে। যদি সেটা সম্ভব হয়, তাহলে পটিয়া হবে সত্যিকার আদর্শ ও সুন্দর শহর।