ডেস্ক নিউজঃ২৫জুন
নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ- দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন । তিনি বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব থাকবে না। সেনাবাহিনীর সঙ্গে মিডিয়ার দূরত্ব থাকবে না।
গতকাল ২৪জুন সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, ২০২১ সালের একটি বিশেষ গুরুত্ব আছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি।
সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যোগ হয়েছে। এরকম একটা মাহেন্দ্রক্ষণে দায়িত্বগ্রহণ করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি।
তিনি বলেন, সকলের সহযোগীতা ছাড়া এতো বড় গুরু দায়িত্ব পালন করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, সে দায়িত্ব আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি।
এর আগে গন ভবনে প্রধাধমন্ত্রীর উপস্থিতিতে নতুন সেনা প্রধান কে রেঙ্গব্যাজ পরিয়ে দেন নৌ ও বিমানবিাহিনীর প্রধাণ। বিদায়ী সেনা প্রধান জেনারেল এম,আজিজ চেয়ার বদল করে নতুন সেনা প্রধান কে দায়িত্বভার বুঝিয়ে দেন এবংদুজনেই গাছের চারা রোপন করে দেশের আগামী সাফল্য কামনা করেন।