২৬শে জুন মরহুম জামাল  উদ্দীন কন্ট্রাক্টরের ১০তম মৃত্যু বার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তীঃ২৫জুন

৩৯নং দক্ষিন হালিশহর ওয়ার্ডের নতুন সাইট পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবী, শিক্ষা সংগঠক মরহুম জামাল  উদ্দীন কন্ট্রাক্টরের ১০তম মৃত্যু বার্ষিকী ২৬ শে জুন রোজ শনিবার ।

এ উপলক্ষে ২৬ শে জুন মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন পাঠ, দোয়া মাহফিল,সীমিত পরিসরে ফাতেহা-মিছকিন শরীফ, কবর জিয়ারত ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে বড় ছেলে হাজী মোঃ সাজ্জাদ হোসেন জুয়েল সকলের নিকট দোয়া কামনা করেছেন। আমরা সকলেই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে( আমিন)।