বিশেষ খবরঃ২৬জুন
চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমানের নিকটে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করে এক ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উই ফোরাম প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা। সম্প্রতি স্বাক্ষাত কালে উই ‘র নেতৃবৃন্দরা জেলা প্রশাসক কে নারী ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং নারীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
এসময় উই নেতৃবৃন্দরা তাদের সংস্থার বিশেষ অবদানের কথা প্রশাসনের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক ও নারী উদ্যোক্তা সৃষ্টি এবং নারীদের সুযোগ-সুবিধা প্রদানে তাঁর কায্যলয় থেকে আশ্বাস্ত করেন এবং উই’র প্রেসিডেন্ট মিসেস নাসিমা আক্তার নিশাকে ধন্যবাদ জানান। আর এমন মহতী উদ্যোগ জেলা প্রশাসন অবশ্যই স্বাগত জানাবে।
এসময় উই’র ফোরাম চট্টগ্রাম প্রতিনিধি দলের আসমা সুলতানা বৃষ্টি, তিন মডারেটর অর্পিতা বড়ুয়া, ফেরদৌস আক্তার ও সানজিদা আফরোজ উপস্থিত ছিলেন।
Discussion about this post