মিডিয়া সংবাদঃ২৬জুন
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন কল্পে মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (২৫ জুন) বিকালে প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর নেতৃত্বে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।
ওই সাবজেক্ট কমিটি মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।
ওইদিন কমিটি গঠনের পূর্বে মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, প্রচার সম্পাদক আজিজ আজহারসহ প্রেসক্লাবের সকল সদস্যরা।
Discussion about this post