চট্টগ্রামে নাগরিক ঐক্যর উদ্যোগে ৬শতাধিক লোকের মাঝে খাবার বিতরণ

নিজেস্ব প্রতিনিধিঃ ২৬জুন

চট্টগ্রাম নাগরিক ঐক্যর উদ্দ্যেগে প্রবর্তক মোড়ে অসহায় দুস্ত ও এতিম শিশুদের ২৫শে জুন রোজ শুক্রবার দুপুরে এক বেলা আহারের ব্যবস্থা করা হয়েছে।

উক্ত অনুষ্ঠান নাগরিক ঐক্যর সংগঠক( আহবায়ক) এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন আয়োজন করেন।এতে ৬০০ অসহায় ও এতিম শিশুদের আহারের ব্যবস্থা করা হয়েছে।

সংগঠনের মুখপাত্র ও আহবায়ক এডঃ জাহিদ  হোসেন জানান, দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এই মহতী আয়োজন।

প্রচারের জন্য পত্রিকায় প্রকাশ করা হচ্ছে না বরং এজন্য প্রকাশ করা হচ্ছে যেন সমাজের বিত্তবানরা এই মহৎ কাজে এগিয়ে আসেন।