নিজস্ব প্রতিবেদকঃ২৭জুন
সারাদেশের ন্যায় এবার চট্টগ্রামেও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন হবে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
বিনা কারণে কেউ ঘর থেকে বের হলে জেল ও জরিমানা করা হবে বলে জানান তিনি। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাকিদের তিনি কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সংক্রমনবিধি আইন অনুযায়ী বিনা কারণে বের হলে জরিমানা থেকে শুরু করে জেল দেয়ার বিধান রয়েছে। আমরা মানুষকে জেল দিতে চাইনা, আমরা চাই মানুষকে সচেতন করতে। কিন্তু এবার আইন অমান্য করলে অবশ্যই বড় অংকের জরিমানা এবং জেল দেয়া হবে।
লকডাউন কঠোর হবে জানিয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যারা থাকবে, তাদের সবাইকে নিয়ে এই লকডাউন কার্যকর করা হবে শুধুমাত্র জরুরি সেবা ছাড়া, কেউ ঘর থেকে বের হতে পারবে না।
এছাড়া, সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাগম নিষিদ্ধ থাকবে।
নগরীতে ১২টি ভ্রাম্যমাণ আদালতের টিম এবং উপজেলায় ৩টি করে টিম কাজ করবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করবে।
এছাড়া, প্রত্যেকটি উপজেলায় ৩টি করে টিম কাজ করবে। ইউএনও, এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব টিমের নেতৃত্ব দেবেন।
Discussion about this post