চট্টগ্রা‌মে ক‌রোনায় আরো ৭জনের মৃত্যুঃ৩০০জনের দেহে ক‌রোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ২৭জুন,

চট্টগ্রা‌মে ক‌য়েক মা‌সের ম‌ধ্যে ক‌রোনায় স‌র্বোচ্চ রের্কড প‌রিমান মৃত‌্যু হয়ে‌ছে। গত ২৪ ঘন্টায় মারা গে‌ছেন ৭ জন। এ নি‌য়ে চট্টগ্রা‌মে মোট মৃত‌্যুর সংখ‌্যা দাড়াল ৬৮১ জ‌নে।

২৭ জুন- রোববার, চট্টগ্রাম সি‌ভিল সার্জন ডা. শেখ ফজ‌লে রা‌ব্বি এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।তি‌নি ব‌লেন গত ক‌য়েক মা‌সের ম‌ধ্যে স‌র্বোচ্চ মৃত‌্যু হ‌য়ে‌ছে ২৪ ঘন্টায়। এসময় ক‌রোনায় সাত জন মারা গে‌ছেন।এ‌দি‌কে গত ২৪ ঘন্টায় ১৩৬০ টি নমুনা প‌রিক্ষা ক‌রে ৩০০ জ‌নের দে‌হে ক‌রোনা শনাক্ত করা হ‌য়ে‌ছে। তার ম‌ধ্যে চট্টগ্রাম মহানগরী‌তে ২০৪ জন এবং উপ‌জেলায় ৯৬ জন।এইদিন চট্টগ্রামে ৮ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৩৯টি নমুনা পরীক্ষা করে ১০৪ টি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২৩ টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের দে‌হে ক‌রোনা ভাইরাস শনাক্ত করা হয়।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২ টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ টি নমুনা পরীক্ষা করে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জন,এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ টি পরিক্ষা ক‌রে ২৮ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৫২ টি প‌রিক্ষা ক‌রে ১ জন ও চট্টগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে ২৭৫ টি প‌রিক্ষা ক‌রে ৬৬ জ‌নের দে‌হে ক‌রোনা ভাইরাস শনাক্ত করা হয়।