বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়নদের মেয়রের শুভেচ্ছা-অভিনন্দন

ক্রীড়া বার্তাঃ২৭জুন
চট্টগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে(বালক অ-১৭) ফাইনালে কোতোয়ালি/সদরঘাট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন জ্ঞাপনে মেয়র রেজাউল করিম চৌধুরী সহ চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ।
আজ রোববার দুপুরে বালিকা( বঙ্গমাতা );য় কোতোয়ালী থানা ফুটবল টিম পাহাড়তলী থানা কে হারিয়ে  এবং সদরঘাট থানা টিম বঙ্গবন্ধু  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে(বালক অ-১৭) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উভয় টিম জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জণ করেছে।
খেলা শেষে বিকেলে প্রধান হিসেবে সিটি মেয়র মেয়র রেজাউল করিম চৌধুরী বিজয় ওবিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।