ক্রীড়া বার্তাঃ২৭জুন
চট্টগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে(বালক অ-১৭) ফাইনালে কোতোয়ালি/সদরঘাট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন জ্ঞাপনে মেয়র রেজাউল করিম চৌধুরী সহ চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ।
আজ রোববার দুপুরে বালিকা( বঙ্গমাতা );য় কোতোয়ালী থানা ফুটবল টিম পাহাড়তলী থানা কে হারিয়ে এবং সদরঘাট থানা টিম বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে(বালক অ-১৭) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উভয় টিম জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জণ করেছে।
খেলা শেষে বিকেলে প্রধান হিসেবে সিটি মেয়র মেয়র রেজাউল করিম চৌধুরী বিজয় ওবিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Discussion about this post