সারাদেশে আরো ১১৯জন করোনায় মৃত্যু: আক্রান্ত ৪হাজারের অধিক

স্বাস্থ্য বার্তাঃ২৭জুন

গত ২৪ঘন্টায়  দেশে আরো ১১৯জন করোনায় মৃত্যু: আক্রান্ত ৪হাজারের অধিক। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য নিশ্চত করেছেন।

চট্টগ্রা‌মে   গত ২৪ ঘন্টায় মারা গে‌ছেন সাত জন। এ নি‌য়ে চট্টগ্রা‌মে মোট মৃত‌্যুর সংখ‌্যা দাড়াল ৬৮১ জ‌নে।

২৭ জুন- রোববার, চট্টগ্রাম সি‌ভিল সার্জন ডা. শেখ ফজ‌লে রা‌ব্বি এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।তি‌নি ব‌লেন গত ক‌য়েক মা‌সের ম‌ধ্যে স‌র্বোচ্চ মৃত‌্যু হ‌য়ে‌ছে ২৪ ঘন্টায়। এসময় ক‌রোনায় সাত জন মারা গে‌ছেন।এ‌দি‌কে গত ২৪ ঘন্টায় ১৩৬০ টি নমুনা প‌রিক্ষা ক‌রে ৩০০ জ‌নের দে‌হে ক‌রোনা শনাক্ত করা হ‌য়ে‌ছে। তার ম‌ধ্যে চট্টগ্রাম মহানগরী‌তে ২০৪ জন এবং উপ‌জেলায় ৯৬ জন।এইদিন চট্টগ্রামে ৮ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।