নূর সওদাগর আমৃত্যু মানবসেবায় নিয়োজিত ছিলেন

প্রেস বিজ্ঞপ্তীঃ২৮জুন

তৈয়্যবিয়া তাহেরিয়া নূর সওদাগর-জয়নাব বেগম সুন্নীয়া মাদ্রাসা, হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা, মেসার্স নুর সোপ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নূর সওদাগর (রহ.)’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে বোখারী ও মিলাদুন্নবী (দ.) মাহফিল এম.এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নূর সোবহান চৌধুরীর সভাপতিত্বে  সম্প্রতি তাহেরিয়া-সাবেরিয়া নূর সওদাগর সিটি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আঞ্জুমান রিচার্স সেন্টারের মহা-পরিচালক আল্লামা এম.এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ্ব মাওলানা মুফতি সোলাইমান আনছারী, প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, মুহাদ্দেস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী।

উপস্থিত ছিলেন মাওলানা জসিম উদ্দিন আজহারী, আরবী প্রভাষক মাওলানা আবুল হাসেম শাহ, মাওলানা আবু তাহের, ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশিদ আলকাদেরী, উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী, মাওলানা গাজী আবুল কালাম বয়ানী, মাওলানা জালাল উদ্দিন আযহারী, নূর সোপ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মুহাম্মদ নূর আলি চৌধুরী, মুহাম্মদ নূর রহমান চৌধুরী, এম.এন. ট্রাস্টের পরিচালক মুহাম্মদ নূর রায়হান চৌধুরী প্রমুখ। ঈসালে সাওয়াব মাহফিল কর্মসূচীর মধ্যে ছিল- খতমে কুরআন, খতমে মাজমূ’আহ্ধসঢ়;-এ সালাওয়াতে রাসুল (দ.), খতমে বোখারি শরিফ, খতমে গাউসিয়া শরিফ, মিলাদ-কিয়াম শেষে দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য যে নূর সওদাগর আমৃত্যু মানবসেবা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা, আনজুমান, গাউসিয়া কমিটি, সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া সিরিকোট দরবার শরীফের খেদমতে নিয়োজিত ছিলেন।