শিক্ষা সংবাদঃ২৮জুন
চকরিয়াস্থ মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিনিধি সভা গতকাল চকরিয়া কোরক বিদ্যাপীঠ হল রুমেসভাপতি এম. হামিদ হোছাইনের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহবায়ক রুস্তম শাহরিয়ার, উপদেষ্টা গিয়াস উদ্দীন সিকদার,এনজিও সমন্বয়ক মোঃ নোমান, প্রধান শিক্ষক ফরিদ আহমদ।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম নূরুনবী,সহ-সভাপতি এম আবুল হাশেম, সহ-সভাপতি মোঃকায়কোবাদ,সহ-সভাপতি মোঃআয়ুবআলী,সাংগঠনিক সম্পাদক জয়প্রিয় বড়ুয়া,আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম নূরুল আলম,নির্বাহী সদস্য শাহ্ আলম,সদস্যফরিদুল আলম,নির্বাহী সদস্য ডাঃ ফেরদৌস,ক্রীড়া সম্পাদক আহচান উল-াহ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুদেব বড়ুয়া,
ধর্ম বিষয়ক সম্পাদক কাজল বড়ুয়া,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান,সমাজকল্যাণ সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক মোঃআবু নোমান, বন-পরিবেশও জলবায়ু বিষয়ক সম্পাদক সামশুল আলম,সহ-অর্থ সম্পাদক বখতেয়ার উদ্দীন রুবায়েত,ত্রাণ ও পূনর্বাসণ সম্পাদক শহিদুর রহমান কায়সার,শিক্ষক মোজাম্মেল হক,সদস্য থোয়াং হ্লামং,সহ প্রচার সম্পাদক তাছিন রাজ্জাকআলভিসহ প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিদ্যালয়ের সার্বিক কল্যাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Discussion about this post