বিশেষ প্রতিবেদনঃ২৮জুন,চট্টগ্রাম
করোনা মহামারি পরিস্থিতিতে সকল শ্রেণীর শ্রমিকদের প্রনোদনার আওতায় আনার দাবী জানিয়েছেন জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকজোট বাংলাদেশ কক্সবাজার জেলার নেতৃবৃন্দরা। গত ২৪ জুন বিকাল ৪টায় “করোনা মহামারি পরিস্থিতিতে শ্রমিকদের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক ”আলোচনা সভায় জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ র সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত দাবি দেন।
চট্টগ্রাম জেলা জাসদ কার্যালয়ে জাতীয় বীর কাজী আরেফ আহমদ মিলনায়তনে জাতীয় শ্রমিক জোট কক্সবাজার জেলা সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাইছার হামিদের সঞ্চলনায় অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সহ-সম্পাদকআশরাফুল হক ঝন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ কক্সবাজার শহর শাখারসাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নুর আহমদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশকক্সবাজার জেলার কার্যকরী সভাপতি প্রদীপ দাশ, সহ-সভাপতি আবদুর রহমান,নারী জোটের সাধারণ সম্পাদক ডালিয়া জামান, জাতীয় নির্মাণ শ্রমিকজোট কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মোঃ রাসেল, সাধারণ সম্পাদকসৈয়দ নুর জুনু, মোঃ নাছির, মোঃ হাসান, অরুন দে, আবদুল খালেক,হাবিবুল্লাহ, বাবুল, সৈয়দ হোসেন, ফজল আহমদ, মোঃ নাঈম প্রমুখ।
সভায় প্রধান অতিথি নাঈমুল আহসান জুয়েল বলেন- করোনার অভিঘাতমোকাবিলায় সকল শ্রমিকদের সরকারী প্রণোদনা না দিয়ে বিভিন্ন সেক্টরেচলেছে শ্রমিক ছাঁটাই। কিন্তু সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ যৌথভাবেসিদ্ধান্ত নিয়ে যে ঘোষণা দিয়েছিল করোনা মহামারিকালীন সময়ে কোনোশ্রমিক ছাঁটাই হবে না।
কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই মালিকরা হাজারহাজার শ্রমিক ছাঁটাই করছে, ফলে কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজারশ্রমিক। যেটা চরম অমানবিক।
তিনি আরও বলেন, যে মালিকরা বছরের পর বছর শ্রমিকের শ্রমে সীমাহীনসম্পদ-বিত্ত-বৈভবের মালিক হয়েছেন তারা জাতীয় দুর্যোগেও যদিশ্রমিকদের প্রতি কোনো দায়িত্ব পালন না করে তাহলে দেশে চরম শ্রমিকঅসন্তোষ তৈরি হবে।শ্রমিকদের নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন এবং করোনার অভিঘাত মোকাবিলায় সকল শ্রমিকদের সরকারী প্রণোদনা দিন।