চট্টগ্রামবাসীর  চাহিদা মোতাবেক গরু নিয়ে এ এনএফএলএগ্রোফার্মের শুভ উদ্বোধন  

 

নিজস্ব প্রতিবেদকঃ২৮জুন

আসন্ন কোরবানীতে চট্টগ্রামবাসীর  চাহিদা মোতাবেক গরু নিয়ে এ এনএফএলএগ্রোফার্মের শুভ উদ্বোধন  করা হয়।

গত২৫ জুন শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর কুয়েশরুটে অন্যান্য আবাসিক এলাকার পার্শবর্তী বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা এএগ্রোফার্মটি শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবি চান্দগাঁও আবাসিকএলাকা কল্যাণ সমিতি (বি ব্লক) এর সভাপতি এডভোকেট জিয়াউদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী ইউনুছ গণি চৌধুরী।

এ এন এফএলপ্রাপার্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ¦ আহসানুল করীম এমজেএফ  সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এগ্রোফার্মের- উদ্যোক্তা ফয়সাল ইবনে আহসান জয়, বোয়ালখালী আওয়ামীলীগের সহ-সভাপতি আবসার উদ্দিন সেলিম, চান্দগাঁওআবাসিকএলাকাকল্যাণ সমিতি (বি ব্লক) এর সহ-সভাপতিইঞ্জিনিয়ারএসএম আবদুল কাদের, মুসলিম উদ্দিন,   মিষ্টি মেলারএমডি মো: হারুন, ব্যাংকার চৌধুরীসাজিদ মাহমুদ, এনামুলহাসান, ব্যবসায়ী মো: আযুব, কৃষিবিদ গিয়াসুদ্দিনপ্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনুছ গণি চৌধুরী বলেন, এগ্রোফার্ম ব্যবসায়একজন মেধাবীছাত্রফয়সালইবনেআহসানজয় যে উদ্যোগ নিয়েএগিয়েএসেছ তা প্রশংসার দাবীদার। এই ফার্মের মাধ্যমে চট্টগ্রাম বাসী চাহিদা মতো গরু কিনতেপারবে সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থান হবে।

উদ্বোধকএডভোকেটজিয়াউদ্দিনআহমদ বলেন, সুবিশালএবংমনোরমপরিবেশে এই ফার্মটিসত্যি প্রশংসার দাবী রাখে। করোনামহামারির এই সময়েচট্টগ্রামবাসীআসন্ন কোরবানীরগরুকিনতেখুবইসাচ্ছন্দ্য বোধকরবে।

কৃত্রিমতা ছাড়াই আমরা প্রকৃতিক নিয়মেই গরুর ফার্মটি চালাবো। লাভের চেয়ে সেবাকে বেশী প্রধান্য দিবো। চট্টগ্রাম নগরীর চাহিদা পূরণকরতে আমরা আরো বড় আকারে এ ফার্ম পরিচালনা করবো ইনশাল্লাহ।