প্রতিনিধির খবরঃ২৮জুন
চান্দনাইশ থানা এলাকাঃ গতকাল ২৭ জুন চট্টগ্রাম র্যাব-৭, জেলার চান্দনাইশ থানা এবং নগরীর পতেঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ লক্ষ টাকা মূল্যের ৭,৬৩৫ ইয়াবা ট্যাবলেট এবং ৫৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ৩ জন ’কে আটক সহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করেছে।
গোপন সংবাদের মাধ্যমে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে কতিপয় মাদক ব্যবসায়ীর একটি মিনি ট্রাক, খবরপেয়ে দ্রুত র্যাবের টিম রোববার রাত্র আনুমানিক ১টার দিকে জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ মেসার্স এম এ কাশেম এন্ড ব্রাদার্স নামীয় ফিলিং ষ্টেশনের সামনে গাড়ি তল্লাশি করে ট্রাকের চালক সহকারী মোঃ ইলিয়াস (১৯),পিতা- মৃত নুর আহমদ, সাং- মাঝিরকাটা, বেলতলী রবি টাওয়ারের দক্ষিন পার্শ্বে, গর্জনিয়া ইউপি কে প্রথমে আটক করে।
পরে তার তথ্যর ভিত্তিতে চৌকশ অভিযানে ড্রাইভার শফি আলম (২৮), পিতা-নজু মিয়া, সাং- পূর্ব গোয়ালিয়া পালং, পূর্ব গোয়ালিয়া পালং ( হাজী আমির হামজার বাড়ী,রামু, জেলা-কক্সবাজার , বর্তমানে- লোহারপাড়া গ্যাসপাম্প, দুলা মিয়ার বাড়ী, ডাকঘর- বিডিআর ক্যাম্প থানা- রামু, জেলা- কক্সবাজারদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ দখলে থাকা ট্রাকে থাকা লেবুর বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৭,৬৩৫ পিস ইয়াবা ট্রাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত ট্রাকটি (চট্ট মেট্রোঃ-ড-১১-৩২৩৫) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা এবং জব্দকৃত ট্রাকের অনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
চান্দনাইশ থানায়স্থানান্তর করা হয় বলে র্যাবের পতেঙ্গা সদরদপ্তর সূত্রে জানায়।
পতেঙ্গা মডেল থানা এলাকাঃ এদিকে ২৭ জুন রাত্রে সাড়ে ৮টার দিকে র্যাব-৭ অভিযানে পতেঙ্গা মডেল থানাধীন সী-বিচ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কারে আসামী মোঃ মনির উদ্দিন (২৯), পিতা-সামসুদ্দিন আহম্মদ, সাং-দক্ষিন পড়ূয়াপাড়া(ময়নার বাড়ী), থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- পিএফসি রেস্তুরা,থানা-পতেঙ্গা কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে থাকা ২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৫৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক
দ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ১২ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলার পতেঙ্গা থানায় স্থানান্তর করা হয় বলে র্যাবের পতেঙ্গা সদরদপ্তর সূত্রে জানায়।
Discussion about this post