নিজস্ব প্রতিবেদকঃ২৯জুন
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের বিশেষ অভিযানঃ চোরাইকৃত ৩৫৬০ পিস গার্মেন্টস পণ্য সহ ১ জন গ্রেফতার
গত ২৪জুন ঢাকা আশুলিয়াস্থ ফ্যাক্টরী ভ্যাটিকান নিট ওয়ার লিঃ এর প্রস্তুতকৃত মোট ২৪,৬১৫ পিস ফুল প্যান্ট এবং হাফ প্যান্ট শিপমেন্টের জন্য ফ্যাক্টরী হতে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে পরিবহনকালে সংঘবদ্ধ চোরাই চক্র কর্তৃক ৩৫৬০ পিস গার্মেন্টস পণ্য চুরি হয়।
এ সংক্রান্তে পাহাড়তলী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা এর নেতৃত্বে ১৭ নং টিম এর পতেঙ্গা থানাধীন দক্ষিন পতেঙ্গা মাইজ পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৩৫৬০ পিস গার্মেন্টস পণ্য সহ খলিলুর রহমান @ সঘাপ (৩২) কে গ্রেফতার করেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতঃ খলিলুর রহমান @ সঘাপ (৩২), পিতা-মো শাহ আলম, মাতা-মানসুরা বেগম, সাং- বালিমদন, থানা-মুলাদী, জেলা-বরিশাল, বর্তমানে-মিরপুর সাড়ে এগারো, দোয়াড়ী পাড়া, থানা-রুপনগর, জেলা-ঢাকা।
Attachments area