ভ্রাম্যমান প্রতিনিধিঃ২৮জুন
বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডস্থ বরখান পাড়া( সাবেক এমপি লিয়াকত সাহেবের বাড়ী) এলাকাটি দীর্ঘদিন যাবত অনুন্নত এলাকা হিসেবে পড়ে আছে। এই এলাকার বর্ষার বৃষ্টি না হলেও হাটুঁ থেকে কোমর সমান পানি নিয়ে প্রতিনিয়তই বসবাস করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগি মালুম বাড়ীর বাসিন্দা মোঃ মহসিন মুরাদ এবংসাবেক এমপি লিয়াকত সাহেবের বাড়ীর পাশে বাসিন্দা মিসেস রোকেয়া বেগম।
সম্প্রতি ৩/৪দি আগের পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অপর বাসিন্দা স্বপন সংবাদ মাধ্যমে অভিযোগ করেন। তারা সবাই একটি অভিযোগ করেন যে, এই এলাকায় দীর্ঘ ১২বছরে ১২টাকার উন্নয়ন কোন এমপি, মন্ত্রী,জনপ্রতিনিধিরা করেন নি। বা কে তাদের দূর্ভোগের সময় খবর পর্যন্ত নেই নি।
তাছাড়া মহামারি করোনায় তাদের পাশে কোন কাউন্সিলর/ মেম্বার কেও আসতে দেখেন নি বলে ক্ষোভ প্রকাশ করে জানান এলাকার স্থায়ী বাসিন্দারা। তাই নির্বাচিত সিটি মেয়র কে বিষয়টি সু-নজরে আনার জন্য এলাকাবাসী বিশেষ ভাবে অনুরোধ জানান।
সরজমিনে গিয়ে দেখা যাই, গত ২/৩দিনের ময়লা-আবর্জনার পানি গুলো জমে এলাকায় তীব্র দুর্গন্ধ চড়াচ্ছে বলে জানা গেচে।