নিজস্ব প্রতিবেদকঃ৩০জুন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ প্রথম দিকে চরম আকার ধারণ করে। সবাই তখন ঘরমুখো। ঠিক তখনই সাড়ে চার মাস বয়সী শিশু সন্তানের মা চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজা মাতৃকালীন ছুটিতে ছিলেন।
এই দুঃসময়ে নিজের মাতৃকালীন ছুটি বাতিলের আবেদন পূর্বক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের সেবা প্রদানে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। সেই মানবিক চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজাকে করোনা মহামারীর কঠিন সময়ে ঘরে সারে চার মাসের শিশু সন্তানকে রেখে করোনা ওয়ার্ডে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দিলেন রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনাল।
গত ২৬ জুন রাতে নগরীর হোটেল রেডিসন ব্লুতে রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের দু’দিনব্যাপী ডিস্ট্রিক কনভেনশনের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডা. আফরোজাকে এই সম্মাননা প্রদান করেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ।
এসময় বক্তব্যে রোটারী গভর্ণর বলেন, করোনার চরম প্রকোপের সময় ডা. মাহমুদা সুলতানা আফরোজা বাসায় সাড়ে চার মাস বয়সী মাতৃদুগ্ধজাত শিশু রেখে করোনা ওয়ার্ডে চিকিৎসার দায়িত্ব পালন করেছেন। এটি বড় একটি সাহসী সিদ্ধান্ত তার।
নিজকে রোগীর স্বার্থে বিসর্জন করার এমন সাহসী মানসিকতা কম মানুষেরই থাকে। তার সময়োপযোগী সিদ্ধান্তের জন্য আমরা তাঁকে সম্মান জানাই।
Discussion about this post