চট্টগ্রামে গণ পরিবহণ না পেয়ে সড়কে বিক্ষোভ করে শ্রমজীবীরা

বিশেষ প্রতিবেদনঃ৩০জুন

নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে এই অবরোধ-বিক্ষোভ কনে গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা। এসময় শ্রমজীবী নারী-পুরুষ এক সাথে মূল সড়কে অন্যান্য যানবাহন, রিক্সা-ভ্যান, কভারভ্যান-ট্টাক সহ জরুরী প্রয়োজনীয় গাড়ীও চলতে বাধাঁদেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

তারা বৃষ্টিতে ভিজে-ভিজে তীব্র কষ্টর কথা গণমাধ্যম কর্মীদের জানান।

বিস্তারিত খবর আসছে…(খবরের ছবি-ফাইল)