তিনি বলেন, “এবার সাতটি অস্থায়ী পশুর হাটের অনুমোদন চাওয়া হয়েছিল। তবে জেলা প্রশাসন তিনটির অনুমতি দিয়েছে। আমাদের স্থায়ী তিনটিসহ এবার মোট ছয়টি হাট বসবে নগরীতে।”
অস্থায়ী হাটগুলো হলো- নূর নগর হাউজিং সংলগ্ন কর্ণফুলী পশুর হাট, সল্টগোলা রেলক্রসিং এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠ।
এছাড়া নগরীর সাগরিকা, বিবিরহাট ও পোস্তারপাড়(রেল লাইন) সংলগ্ন পশুরহাট।
Copyright © 2018: muktokhobor24 II Design By : F.A.CREATIVE FIRM
Copyright © 2018: muktokhobor24 II Design By : F.A.CREATIVE FIRM
Discussion about this post