পটিয়ায় স্কুল ছাত্রী কে ইভটিজিং: প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, আটক১

পটিয়া প্রতিনিধি:৩০জুন

পটিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত করার অভিযোগে মো. ফারুক (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক উপজেলার বাচ্চু মিয়ার ছেলে।

রবিবার (২৭ জুন) রাতে হাইদগাঁও ত্রিপুরা দিঘী এলাকায় এই ঘটনা ঘটে।  এ ঘটনায় ছুরিকাঘাতে আহত মো. সাইদের মা রুবি আকতার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মো. সাইদ একই উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বখাটে মো. ফারুকসহ কয়েকজন নিয়মিত ইভটিজিং করতো। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রবিবার (২৭ জুন) রাতে ধারালো ছুরি দিয়ে ত্রিপুরা দিঘী এলাকায় ছুরিকাঘাতে জখম করে সাইদকে। পরে স্থানীয় লোকজন সাইদকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে ভর্তি করে।

পটিয়া থানার উপ-পরিদর্শক মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি মো. ফারুককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । 

————  এদিকে পটিয়ায় লকডাউনের প্রথম দিনেই  লকডাউনে  ৩৬ গাড়ি আটক 

সরকার ঘোষিত সীমিত পরিসরের অভিযান চালিয়ে ৩৬টি গাড়ি আটক করেছে ট্রাফিক পুলিশ ও পটিয়া হাইওয়ে।

সোমবার (২৮ জুন) সকাল থেকে অভিযান চালিয়ে এসব গাড়ি আটক করা হয়।

ট্রাফিক পুলিশ জানায়, পোস্ট অফিস মোড় থেকে ২২টি ও মনসার টেক, ভেল্লাপাড়া থেকে ১৪টি গাড়ি আটক করা হয়েছে। এর মধ্যে ২টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে রোগীদের কথা বিবেচনায় এনে কয়েকটি গাড়ি ছেড়ে দেওয়া হয়।

হাইওয়ে পুলিশ জানায়, দেশে করোনা সংক্রমণের উর্ধ্বগতি রোধে আজ সোমবার থেকে সীমিত ও আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু তা অমান্য করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সকাল থেকে গাড়ি চলাচল করছে।

পটিয়া ট্রাফিকের ইনচার্জ জিল্লুর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। পরীক্ষামূলক আজ সকাল থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়। যে সব গাড়ি নিষেধাজ্ঞা অমান্য করেছে তাদের গাড়ি আটক রাখা এবং ব্যবস্থা নেওয়া হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, সীমিত পরিসরের লকডাউনের প্রথম দিনে তা অমান্য করার দায়ে ১৪টি গাড়ি আটক করা হয়। এর মধ্যে ২টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।