সিইপিজেড এলাকায় কঠোর লকডাউন চলছে : রিক্সাভ্যানের দাফট যেন-তেন

বিশেষ প্রতিবেদকঃ০১জুলাই

বন্দরনগরীর অত্যন্ত ব্যস্ততম  সিইপিজেড এলাকায় সরকার ঘোষিত ৩য় দাফের কঠোর লকডাউন চলছে। ০১জুলাই বৃহস্পতিবার সকাল থেকে ফ্রিপোট মোড়ে র‌্যাব- পুলিশের কড়াকড়ি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা ঢিলা হয়েছে।

কারণ গতকাল রাত্রে থেকে প্রচুর বৃষ্ঠির পানি জমে সিইপিজেড এলাকার নিচু অংশের বাসাবাড়ীতে হাটু থেকে কোমর সমান পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়ছে।

তবে-নগরীর সিমেন্ট ক্রসিংমোড়ে ,স্টিলমিল বাজার ওকাটগড় মোড়ে পুলিশ ও র‌্যাবের   চেকপোষ্ট স্থাপন ছিল চোখে পড়ার মতো।

এদিকে এলাকার  অলি-গলির দোকান খোলার ব্যাপারে কঠোর হবে প্রশাসন জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি তদন্ত।আর নিরীহ জনসাধারণ  অল্প টাকার বাহন রিক্সাভ্যানে ৩/৪গুন ভাড়া দাবি করাতে গার্মেন্টস শ্রমিক ও জরুরী প্রয়োজনে বের হওয়া লোকদের দূর্বিষহ কষ্ট হচ্ছে বলে একাধিক জনতা জানিয়েছেন।

লোনা লাইটের নারী শ্রমিক সানচিদা জানান, ইপিজেড মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত ভাড়া ২০টাকা হলেও  সেইভাড়া এখন ৫০-৬০টাকা নিচ্ছেন রিক্সাভ্যান চালকরা। কাটগরগামী আকাশ চৌধুরী রাজ বলেন, নিয়মিত ৩০টাকার ভাড়া এখন ৮০-১০০টাকা দাবি করছে ।

এমনিতে করোনায় চাপে আছি আমরা, তার মথ্যে অফিস খোলা থাকায় আয়েরর ২ভাগই গাড়ীভাড়া আর নাস্তা-ভাতে গেলে বাসাভাড়া- মাস খরচ ছলবে কি করে বুঝতেছি না। এদিকে বুধবার থেকে  ভারী বৃষ্ঠিতে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক মানুষ ঘর বন্ধি হয়ে পড়েছে। আর কেটে খাওয়া মানুষ কিচুটা অসহায় অবস্থায় পড়তে পারেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন্