হোসেন বাবলাঃ০১জুলাই
চট্টগ্রামে টানা ২দিনের বর্ষণে আবারো নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। হালিশহর-বন্দর পতেঙ্গার ঘরে ঘরে হাটুঁ পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্ঠি হয়েছে।
ভুক্তভোগি এসব এলাকার বাসিন্দারা গতকাল(বুধবার-৩০জুন) থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাটু- থেকে কোমর পানি জমে নির্ঘুম রাত যাপন করতে হয়েছে নিচু এলাকার বাসিন্দাদের।
অনকে এলাকায় ড্রেন-নালার পানি জমে ভাড়াঘর, বাসাবাড়ীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্ঠি হয়। আর খালের উপর ময়লার স্তুপ জমে নিচু এলাকার পানি মোটেও সরছে না বলে চসিক,৩৮,৩৯,৪০,৪১ নংওয়ার্ডের পরিচ্ছন্ন সুপার ভবাইজাররা বলেন।
এদিকে বন্দরের ৩৭ ও ৩৬নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম মা ওশিশু হাসপাতালে প্রতি দিনকার মতো তীব্র বৃষ্ঠির ফলে আবারো জলবদ্ধতার সৃষ্টি হয় আজো। এর সাথে জোয়ারের পানি জমে চিকিৎসা নিতে আসা রোগিরা অবর্ননীয় ভুগান্তিতে পড়তে হয়েছে।
বিস্তারিত আসছে…