বিশেষ প্রতিবেদকঃ০১জুলাই
চট্টগ্রামেও সারাদেশের ন্যায় কঠোর লকডাউন শুরু ৭ প্রবেশ পথে চলছে সেনাবাহিনী সদস্যদের তল্লাশি।
১ জুলাই- বৃহস্পতিবার সকাল থেকে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা সহ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করেছে।
এছাড়াও লকডাউনে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাঠে রয়েছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যরা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নিয়ে সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত `কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার।
Discussion about this post