জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা: জয়া আহসান কে

 

বিনোদন ডেস্কঃ০১জুলাই

আজ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। জন্মদিনে দেখুন জয়ার আকর্ষণীয় কিছু ছবি।

অভিনয়ে জয়া শুধু বাংলাদেশেই নয়, ভারতেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত জয়া দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন।

যে কোনো পরিস্থিতিতে জয়া হাসি-খুশি থাকতে পছন্দ করেন। জয়া তার বয়স কখনোনেই প্রকাশ্যে আনেননি। কিন্তু তার সমসাময়িক অনেক অভিনেত্রী শোবিজ থেকে বিদায় নিয়ে ঘর-সংসারে ব্যস্ত।

অথচ জয়া নিয়মিত অভিনয় করছেন। জয়া যাত্রাটা শুরু করেছিলেন মডেল হিসেবে, নব্বই দশকের শেষদিকে। সেখানে বাজিমাত করে নাম লেখান নাটক-টেলিছবির অভিনয়ে।

এরপর জয় আসেন সিনেমায়। পরের গল্পটা কেবলই সাফল্যের। একের এক পর চমক দেখিয়ে চলেছেন বৈচিত্রময় চরিত্রে।