আনন্দ বাজার সাগর পাড়ে রিং রোডে র‌্যাবের গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে কিশোরের মৃত্যু

বিশেষ খবরঃ০৩জুলাই

শুক্রবার বিকালে আনন্দ বাজার সাগর পাড়ের আউটার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি নিজাম উদ্দিন জানান।নিহত মো. আইনুলের বয়স ১৫ বছর। নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরে তাদের বাসা। তার বাবা চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করেন।