শুক্রবার বিকালে আনন্দ বাজার সাগর পাড়ের আউটার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি নিজাম উদ্দিন জানান।নিহত মো. আইনুলের বয়স ১৫ বছর। নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরে তাদের বাসা। তার বাবা চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ওসি বলেন, “বিকালে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় র্যাবের একটি গাড়ির সাথে ধাক্কা খায় ওই কিশোর।”বিকাল সোয়া ৫টার দিকে র্যাব সদস্যরা আইনুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান।
এ বিষয়ে কথা বলতে র্যাব-৭ এর কর্তা-ব্যক্তির জবাব পাওয়া যায় নি । নিহত কিশোরের চাচাতো ভাই মো. আবছার বলেন, “বিকালে বন্ধুদের সাথে সাগর পাড়ে ফুটবল খেলতে গিয়েছিল আইনুল। বল রাস্তায় চলে যাওয়ায় আইনুল তা আনার জন্য দৌঁড়ে রাস্তা পাড় হচ্ছিল। তখনই র্যাবের একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে।”
আবছার জানান, দেশে করোনাভাইরাসের মহামারী শুরু হওয়ায় যখন স্কুল বন্ধ হয়ে গেল, আইনুল তখন সপ্তম শ্রেণিতে পড়ত। স্কুল না খোলায় আইনুলের লেখাপড়াও থমকে যায়। স্থানীয় একটি গ্রিল ওয়ার্কশপে কাজ শিখছিল সে।
Copyright © 2018: muktokhobor24 II Design By : F.A.CREATIVE FIRM
Copyright © 2018: muktokhobor24 II Design By : F.A.CREATIVE FIRM
Discussion about this post