নিজস্ব প্রতিবেদকঃ৩জুলাই
চট্টগ্রাম বন্দর সল্ট গোলা রেলক্রসিং এ রেলে ইঞ্জিন বিকট হয়ে সড়কে তীব্র যানযট অনুবোধ হচ্ছে। আজ শনিবার বিকেলে এই দূঘটনা ঘটেছে…।
বিকেল ৬টার দিকে অন্য রেল এসে বিকট রেলে ইঞ্জিন কে সরিয়ে দিলে তীব্র যানযট কিছুটা কমে আসে। আরো পরে পাহাড়তলী জনশন থেকে বড় একটি রেল ঘটনাস্থলে এসে পুরো বগি সহ বিকট রেলের ইঞ্জিন টেনে নিয়ে গ্যারেজে নিয়ে যান।
এই বিষয়ে কোন কর্তা-ব্যক্তি কথা বলতে চাইছে না।
উল্লেখ্য যে, গত৪/৫দিন আগে একবার একই স্থানে বগিসহ রেল বিকট হয়ে প্রায় ২/৩ ঘন্টা জন ভআগান্তি সৃষ্টি হয়।