টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫জনের মধ্যে ৩জন চট্টগ্রাম ইপিজেড এলাকার

 বিশেষ প্রতিবেদনঃ০৩জুলাই

নগরীর ইপিজেড থানাধীন,দক্ষিণ হালিশহরস্থ জবু ফকিরের বাড়ী নিবাসী মোঃ মাসুদ ‘এর পরিবারের তিনজন সদস্য (বড়বোন-ফেরদৌসি বেগম,মেজোবোন-ফরিদা বেগম, ভাগনি : মারিয়া) টাঙ্গাইলের কালিহাতিতে আকস্মিক সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তারা ক্যান্সার চিকিৎসার জন্য সিরাজগঞ্জের ইউনুছ আলী হাসপাতালে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় ফরিদা আক্তার, মেয়ে মারিয়া, বড় বোন ফেরদৌসী, অ্যাম্বুলেন্সের চালক সাদ্দাম ও চালকের সহকারী জুয়েল মারা যান। গুরুতর আহত হন ফরিদার সাত বছরের মেয়ে মাহি ও ভাতিজা মারুফ। তাঁরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের ভাই জাবেদ আলী মোবাইলে  বলেন, সন্তানদের জন্য ফরিদার বেঁচে থাকার খুব আকাঙ্ক্ষা ছিল। সিরাজগঞ্জ থেকে চিকিৎসা করাচ্ছিলেন। আগের কেমোথেরাপিগুলো সফলভাবে নিতে পেরে আশাবাদী হয়ে উঠছিলেন তাঁর বোন। এবারের কেমোটি নেওয়ার জন্য যাত্রাপথেই বোনের জীবন থেমে গেল।

বিষয়টি আজ শনিবার(০৩জুলাই) সকালে দেশের সকল গণমাধ্যমে খবর প্রকাশ হয়। খবর পেয়ে ইপিজেড থানার একেবারে সন্নিকটে জবু ফকিরের বাড়ী শোকের মাতম চলছে….! আমরা নিহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে বিকেল ৫টা পর্যন্ত খবর  নিয়ে জানা গেছে লাশ এখনো চট্টগ্রামে এসে পৌছায় নি।

লাশ আসলে নিকটস্থ (টিসিবি ভবন) এরিয়ায় হোন্দল পাড়া কবরস্থানে জানাযা শেষে তাদের দাফন করা হতে পারে।