মিডিয়া সংবাদঃ০৪জুলাই
বই হোক নিত্য দিনের সঙ্গী” তাই তো একটি পত্রিকার সম্পাদক কে দীর্ঘদিন পর আলাপচারিতায় বই ও ম্যাগাজিন দিয়ে বরণ করা হল।
আজ রোববার (৪জুলাই) নগরীর আন্দরকিল্লাস্থ দৈনিক গিরিদর্পণ চট্টগ্রাম ব্যুরো চীপ কায্যলয়ে প্রবীন সাংবাদিক এম.কে মমিন সাপ্তাহিক আজকের সত্য সংবাদ পত্রিকা ও মুক্তখবর২৪ ডটকম (16banglatv.com) সম্পাদক -প্রকাশক হাজী মোঃ হারুন উর রশীদ কে পাহাড়ের সংবাদ পত্র ওপ্রকাশনা-সমাচার এবং দৈনিক গিরিদর্পণ(বকলম) লিটল ম্যাগাজিন উপহার প্রদান করেন।
এসময় পত্রিকার সিনিয়র রিপোটার ও সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা, লিটন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রবীন সাংবাদিক এম. কে মমিনের সাথে সত্য সংবাদের সম্পাদকের বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিত ও চা-চক্র সম্পন্ন করেন।সম্পাদক হাজী হারুণ প্রবীন সাংবাদিক মমিনের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
Discussion about this post