জীবন না জীবিকা আগেঃ স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রণ না হলে লাশের মিছিল দেখতে হবে…!

মুঃ বাবুল হোসেন বাবলা:০৪জুলাই,চট্টগ্রাম

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫  হাজার ৬৫ জন।

মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৫১ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৫৭ জন নারী।

এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন। ৩ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ৬৫ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৬ জন এবং নারী ৪ হাজার ৯৮৯ জন।

এ থেকে বলা হচ্ছে এখন জীবন আগে না জীবিকা আগে, যদি জীবিকা আগে হয় ,তাহলে লকডাউন বা শাটডাউন প্রয়োজন আছে কি দেশের সাধারণ -সচেতন নাগরিকরা বারবার প্রশ্ন রাখছেন। জীবন বাাঁচাতে হলেও সরকারের উচিত হবে সর্বাত্মক শাটডাউন খুব জরুরী ,যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আগামী ২০২২সালে মার্চ পর্যন্ত  ”করোনাভাইরাস” স্বাভাবিক না হবার কথা বলছেন অভিজ্ঞ চিকিৎসক,গবেষক ওবৈজ্ঞানিকগণ।

তার পরও বলতে চাই, বাঁচতে হলে মানতে ওজানতে হবেই। আসুন-জীবন বাচাঁয়, জীবিকা সাজায়…………বা সঞ্চিত রাখি বাচাঁর পরে,,,!