স্টাফ রিপোটারঃ০৫জুলাই
মহানগর গোয়েন্দা বন্দর(পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হকের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোঃ আবুল কালাম সাহিদ সার্বিক তত্বাবধানে
পুলিশ পরিদর্শক (নিঃ) -প্রিটন সরকার এর নেতৃত্বে গতকাল আনানুমানিক সময় ০২.৩০ মিনেটে ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০০ পিস ইয়াবা সহ মোঃ মিজানুর রহমান মাসুম (৪২) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধৃত মিজানুরের গ্রামের বাড়ী ফটিকছড়ি(বক্স আলী মুন্সীর বাড়ী) (৪২),শান্তিরহাটে মৃত মমতাজুর রহমানের ছেলে বলে ডিবি সূত্রে জানাই।
Discussion about this post