ড. মিজান আযহারী অবশেষে ১৫ জানুয়ারি ফেনীর উত্তর কাশিমপুর আসছেন

নিজস্ব প্রতিনিধি,

আগামী ১৫ জানুয়ারি উত্তর কাশিমপুর আসছেন ড. মিজানুর রহমান আযহারী। ওইদিন তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।   বৃহস্পতিবার রাত ১০. ৫৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির আহবায়ক ও উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার সভাপতি কামরুজ্জমান মাসুম।

তবে যেহেতু বিষয়টি ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী অনুমোদন ও তদারকি করবেন। সেহেতু আগামীকাল শুক্রবার সকালে জেলা পরিষদের সম্মানিত  সদস্য পাঁচগাছিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটনসহ আয়োজক কমিটি সাংসদ নিজাম হাজারীর সাথে বৈঠক করে একই দিন বিকেলে ” ফেনীর তালাশের” লাইভে

বিস্তারিত জানানো হবে। সেই পর্যন্ত সকলকে ধৈর্য ধারন করার অনুরোধ রহিল।

 

উল্লেখ্য, যেহেতু গতকাল বুধবার স্থানীয়দের অনুরোধে সাংসদ নিজাম হাজারী ড. আযহারীর বয়ান/ ওয়াজ করার জন্য ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজানকে তাৎক্ষনিক অনুমিত দেয়ার জন্য বলেন।