দক্ষিণ জেলা প্রতিনিধির খবরঃ৮জুলাই
পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বন্যপ্রাণী বেজিকে নির্মমভাবে হত্যা করে উল্লাস প্রকাশ করা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করার কারণে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি কে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২০১২ এর ৩৯ ধারা মোতাবেক এক হাজার টাকা জরিমানা করা হয় এবং এবং ভবিষ্যতে বন্য প্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করে দেয়া হয়।
উল্লেখ্য দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ফরিদ আহমদের ছেলে নজরুল ইসলাম বাবু গত৬ জুলাই মঙ্গলবার একটি বড় আকারের বন্যপ্রাণী বেজি আটক করে। পরে বেজিটির হাত-পা গাছের সাথে বেঁধে নানা ধরনের কটুক্তি করতে করতে হত্যা করে।
এসময় সে উল্লাস প্রকাশ করতে শোনা যায়। ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়া আপলোড করার পর এ নিয়ে নেটিজেনদের মনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি পটিয়া বনবিভাগের নজরে আসে।আজ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, ওয়াইল্ডলাইফ ক্রাইম টিম রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটিয়া সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিনকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্তকে আটক করেন।
পরে তাকে ১০০০/ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন জানিয়েছেন, এ ধরনের বন্য প্রাণী হত্যা করা কোন সুস্থ মানুষের কাজ নয়। সে প্রাণিটিকে হত্যা করার পরও বোবা ও মৃত প্রাণিটিকে নিয়ে উল্লাস করতে থাকে এবং আপত্তিকর কথা বলে।
তাছাড়া প্রাণীকে হত্যা করার পর সে ভিডিও আপলোড করে হত্যাকারী নির্মমতার পরিচয় দিয়েছে। তিনি প্রায় বিলুপ্ত ও বিপন্ন প্রাণী হত্যা করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।রেঞ্জ অফিসার মিজানুর রহমান জানিয়েছেন বেজি একটি উপকারী বন্য প্রাণি। এটি ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে।
তাছাড়া এটিকে পোষা প্রাণি হিসেবেও লালন পালন করা যায়।তিনি এধরণের প্রাণিদের হত্যা করা থেকে বিরত থাকার আহবান জানান।