স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে স্বাস্থ্য ব্যবস্থা বিধ্বস্তঃডা. শাহাদাত হোসেন

বিশেষ প্রতিবেদকঃ১০জুলাই

নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে স্বাস্থ্য ব্যবস্থা বিধ্বস্ত।

লকডাউনে সব খোলা, আবার সব বন্ধ, এভাবে শাটডাউন হয় না। লকডাউন সফল করতে হলে সারা দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে কার্যকারী রোড ম্যাপ তৈরি করতে হবে।

করোনা রোগীর আক্রান্তের হার বিবেচনায় অতিসত্বর এলাকা ভিত্তিক রেড, ইয়েলো এবং গ্রীণ জোনে ভাগ করে স্ব স্ব এলাকাভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগর বিএনপির উদ্যোগে এবং ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় হটলাইন ও চিকিৎসা সেবা এবং জরুরি অক্সিজেন, ওষুধ সরবরাহ সেবা উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।