নিজস্ব প্রতিবেদকঃ১৩জুলাই
চট্টগ্রামের ইপিজেড থানাধীন(দক্ষিণ হালিশহর) আকমল আলী রোডে ট্রাকের ধাক্কায় মো. রুবেল (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল ঐএলাকার মাইনুদ্দীনের ছেলে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পৌনে ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, গতকাল সোমবার বিকেলে ইপিজেড থানার আকমল আলী সড়কে ট্রাকের ধাক্কায় রুবেল মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আজ ১৩জুলাই(মঙ্গলবার) সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
Discussion about this post