স্টাফ রিপোটারঃ১৩জুলাই
পটিয়ায় রেশমী আকতার (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত রেশমী পটিয়া সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী।
সোমবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার জঙ্গলখাইন এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত রেশমী উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন ফকিরের বাড়ির মৃত আবদুল গফুরের মেয়ে।
জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন এলাকায় আজ সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রেশমী। সে দীর্ঘদিন ধরে একই এলাকায় নানা মৃত মো. ইছহাকের বাড়িতে থাকতেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়।
পটিয়া থানার উপ-পরিদর্শক নাজমুল কবির রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রী আত্মহত্যার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে যান। পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায় নি।
Discussion about this post